শিরোনাম
রাজশাহী, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : জাতি গঠনে অবদানের জন্য দুই বিশিষ্ট ব্যক্তিত্বকে সংবর্ধনা দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (আরসিসি)।
সংবর্ধনাপ্রাপ্তরা হলেন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চারুশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দীন আহমেদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
শুক্রবার নগর ভবনের সবুজ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে আরসিসি মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন ক্রেস্ট ও সম্মাননা-পদক প্রদানের মাধ্যমে বিশিষ্ট এই ব্যক্তিত্বদের ভূষিত করেন।
এর আগে পুরস্কারপ্রাপ্তরা নগরীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং শহীদ এএইচএম কামারুজ্জামান ও জাহানারা জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।