বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৮

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এইচএসসি-৯০ ব্যাচের পুনর্মিলনী

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : ‘আবার দেখা যদি হল সখা প্রাণের মাঝে আয়’- স্লোগান নিয়ে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি-৯০ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব।
কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত এই উৎসব আনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফটোসেশনসহ নানান অনুষ্ঠানে পুনর্মিলনী উৎসবটি হয়ে উঠে প্রাণবন্ত। 
বেলা ১১টায় ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে 
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শাখায় গিয়ে শেষ হয়। সেখানে কিছুক্ষণ অবস্থান করে আবার স্টেডিয়ামে ফিরে আসে। 
পরে সেখানে স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে ৯০ ব্যাচের শিক্ষার্থী ও অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক আতাউর রহমান জুয়েল ও সদস্য সচিব ইতিহাসবিদ আহসানুল কবীরসহ ওই ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন।