বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫০

বগুড়ায় ক্যান্সার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

বগুড়া, ৪ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস) : জেলায় আজ বিশ^ ক্যান্সার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
এবছর দিবসটি শ্লোগান হচ্ছে ‘ক্যান্সার একটি প্রাণঘাতী অসুখ’।  
দিবসটি উপলক্ষে আজ শনিবার সকালে শজিমেক হাসপাতাল ক্যাম্পাসে র‌্যালী বের হয়।
পরে, ক্যান্সার দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন শজিমেক-এর অধ্যক্ষ ডা. মো. রেজাউল আলম ।
বক্তব্য রাখেন শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জুলফিকার আলম, উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, শজিমেক-এর উপাধ্যক্ষ ডা. সুশান্ত কুমার সরকার প্রমুখ।
মূলপ্রবন্ধ উপস্থাপন করেন শজিমেক-এর রেডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগি অধ্যাপক ডা. মো. মোবাশ্বের-উর-রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, শজিমেক হাসপাতালের ২০-শয্যা বিশিষ্ট ক্যান্সার বিভাগে কেমোথেরাপি- ডে কেয়ার ব্যবস্থায় কেমোথেরাপি চালু আছে।