শিরোনাম
হবিগঞ্জ, ৪ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ স্বাবলম্বী করার লক্ষ্যে ২১০ জন নারীকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
আজ শনিবার দুপুরে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এসব সেলাই মেশিন বিতরণ করেন।
উপকারভোগী ২১০ জন নারী হবিগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার ৮টি ইউনিয়নের বাসিন্দা। সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ থেকে তাদেরকে এসব সেলাই মেশিন প্রদান করা হয়।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সদর উপজেলা প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালিব ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।