বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫০
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২২

নড়াইলে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ 

নড়াইল, ৪ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস) : জেলায় আজ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, ডিজিটাল অপপ্রচার ও গুজব, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় জেলা তথ্য অফিস এ সমাবেশের আয়োজন করে। 
আজ শনিবার দুপুরে জেলা সদরের বাগবাড়ি খেলার মাঠে অনুষ্ঠিত এ মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ।
নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক তাজমুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক দেবাশীষ বাইন প্রমুখ। 
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম আল মামুন।
মহিলা সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পারষ্পরিক সহমর্মিতা ও সহনশীল আচরণ করা উচিত। সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা জনসাধারনের মধ্যে ব্যাপকভাবে প্রচার করতে হবে। এছাড়াও বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ এবং গুজব ও ডিজিটাল মাধ্যমে অপপ্রচার রোধে সবাইকে সচেতন থাকতে হবে।