বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২১

নওগাঁয় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ

নওগাঁ, ৫ ফব্রুয়ারি ২০২৩ (বাসস) : জেলায় গতকাল রাতে শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। 
শনিবার রাত ৯টায় শহরের উকিলপাড়ায় নবারুন সংঘ-এর উদ্যোগে া এসব কম্বল বিতরণ করা হয়। নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করেন। 
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আনসারী'র সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্নপাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা,নওগা সদর থানা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান,  সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ নাসিম। 
পরে সেখানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।