শিরোনাম
নওগাঁ, ৫ জানুয়ারি, ২০২৩ (বাসস): জেলায় সদর উপজেলা পরিষদের উদ্যোগে দরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদর হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
রোববার দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর আসনের সংসদ সদস্য ব্যরিস্টার নিজাম উদ্দিন জন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন।
সদর উপজেলার নির্বাহী অফিসার মীর্জা ঈমাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছিম আহম্মেদ নাছিম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সদর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নে ২৬৪ জন দরিদ্র মহিলার মধ্য একটি করে সেলাই মেশিন এবং ২৭ জন প্রতিবন্ধীর মধ্যে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়।