শিরোনাম
যশোর, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): চলতি মৌসুমে জেলার ৮ জেলায় ১ হাজার ২৩৭ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে।এ জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ১৬২ হেক্টর বেশি জমিতে ভুট্টার চাষ হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।
ভুট্টার চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা।গমে অনেক সময় পোকার আক্রমণ হয়। এতে কৃষকরা ক্ষতির সম্মুখীন হন। কিন্তু ভুট্টায় পোকার আক্রমণ নেই বললেই চলে।তাছাড়া ভুট্টা চাষে তেমন কোন সেচের প্রয়োজন হয় না। এ কারণে অনেক চাষি গমের পরিবর্তে ভুট্টা চাষে মনোযোগী হচ্ছেন-এমনটাই মনে করছেন কৃষি কর্মকর্তারা। এক সময়ের অনাবাদি ও পতিত জমিতে ভুট্টা চাষ করে লাভের মুখ দেখছেন চাষিরা। অনেক প্রান্তিক ও বর্গাচাষি অর্থকরী এ ফসল চাষে দিন দিন ঝুঁকে পড়ছেন বলে জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। লাভজনক হওয়ায় এ জেলার কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ভুট্টা চাষ।
যশোর কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে (২০২২-২৩) জেলার ৮ উপজেলায় মোট ১ হাজার ৭৫ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ জেলায় ভুট্টার চাষ হয়েছে ১ হাজার ২৩৭ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার ১৬২ হেক্টর বেশি জমি।সদর উপজেলায় ভুট্টার চাষ হয়েছে ৪৯ হেক্টর জমিতে, শার্শা উপজেলায় ভুট্টার চাষ হয়েছে ২৪০ হেক্টর জমিতে, চৌগাছা উপজেলায় ভুট্টার চাষ হয়েছে ৪৩০ হেক্টর জমিতে, ঝিকরগাছা উপজেলায় ভুট্টার চাষ হয়েছে ১৫০ হেক্টর জমিতে, মণিরামপুর উপজেলায় ভুট্টার চাষ হয়েছে ১৮৫ হেক্টর জমিতে, কেশবপুর উপজেলায় ভুট্টার চাষ হয়েছে ৯৫ হেক্টর জমিতে, বাঘারপাড়া উপজেলায় ভুট্টার চাষ হয়েছে ৩৮ হেক্টর জমিতে এবং অভয়নগর উপজেলায় ভুট্টার চাষ হয়েছে ৫০ হেক্টর জমিতে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক কৃষিবিদ মো: মঞ্জুরুল হক জানান,কৃষি অফিসের পক্ষ থেকে ভুট্টা চাষিদের উদ্বুদ্ধকরণ, পরামর্শ, মাঠ দিবস, উঠান বৈঠক, নতুন নতুন জাতের বীজ সরবরাহ ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। ভুট্টা চাষে অন্য ফসলের তুলনায় খরচ কম। ভুট্টায় পোকার আক্রমণ নেই বললেই চলে।ফলনও বেশি।ভুট্টা মানুষের খাদ্যের পাশাপাশি গো-খাদ্য, পোল্ট্রি ফিড ও মাছের খাবার হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। বাজারে ভুট্টার চাহিদা ব্যাপক থাকায় এ জেলায় ভুট্টার চাষ দিন দিন বাড়ছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভূট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।