শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): জেলায় আস্তে আস্তে শীতের প্রকোব কমছে । প্রকৃতিতে আসতে শুরু করেছে বসন্তের ছোঁয়া, আগুন রাঙা ফাগুনের সুর। এখন গাছে গাছে ফুটছে রঙিন ফুল। বেড়েছে অতিথি পাখিদের আগমন। এসব বসন্তের ফুল দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে প্রকৃতি প্রেমীরা।
ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর এপ্রোজ রোডের দু’পাশ ফুটতে শুরু করেছে লাল পলাশ ফুল। দূর থেকে দেখলে মনে হবে গাছের ডালে ডালে যেন আগুন লেগেছে। প্রতিদিন ভোর থেকে আসছে নানান জাতের অতিথি পাখি। পাখিদের কল কাকলীতে মুখরির পুরো এলাকা। বেড়েছে প্রকৃতি প্রেমীদের সংখ্যা। প্রকৃতি প্রেমী জাহাঙ্গীর আলম জানান, সৈয়দ নজরুল ইসলাম সেতুতে না আসলে বুঝা যাবে না, যে ডালে ডালে আজ ফুলের আগুন লেগেছে। শুধু ফুল আর ফুল। আরেক প্রকৃতি প্রেমী হাসান ইমরান জানান শুধু ফুলই ফুটছেন না। পাশাপাশি অতিথি পাখিদের আগমনও ঘটছে।
এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুশান্ত সাহা বলেন, প্রতি বছর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতু এপ্রোজ রোডের দু’পাশ বসন্তের রঙিন ফুল ফুটে। এবারও ফুটেছে।