শিরোনাম
রাঙ্গামাটি,৭ ফেব্রুয়ারি ২০২৩(বাসস) জেলায় আজ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে সম্মেলন কক্ষ এ সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস,এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, জেলা শিক্ষা অফিসার মৃদুল তালুকদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংস্কৃতিক সংগঠন সংস্থার প্রতিনিধি।
সভায় আগামী ২০ ও ২১ েেফব্রুয়ারি একুশের বই মেলা, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ, প্রভাত ফেরীসপালনের সিদ্ধান্ত গৃহীত হয়।