শিরোনাম
ভোলা, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ, এ প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ জাতীয় গ্রন্থাগার দিবসের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুরে জেলা শিশু একাডেমি কার্যালয়ে সমাপনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আখতার হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গির। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন , বীর মুক্তিযোদ্ধা ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান ও স্থানীয় আজকের ভোলা পত্রিকার সম্পাদক মুহাম্মদ শওকত হোসেন।
পরে লাইব্রেরিতে বই পড়ার আনন্দ শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।