বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৭

ঝালকাঠিতে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

ঝালকাঠি, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে জেলার সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে ।
মঙ্গলবার  বেলা ১১ টায় এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুম অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে এনডিসি অং ছিং মারমা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা খাইরুল ইসলাম, ডা. মোহেবুল্লাহ, মুক্তিযোদ্ধা শহিদ ইমাম পাশা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম লুৎফুনেছা বক্তব্য রাখেন।  জেলা প্রশাসক প্রতিবন্ধী শিশুদের মধ্যে উপহার সামগ্রী প্রদান করেন।