শিরোনাম
নাটোর, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) জেলা প্রশাসনের লাইব্রেরিতে আজ সকাল ১০টায় এক প্রস্তুতি সভায় শহীদ দিবসের কর্মসূিচ চূড়ান্ত করা হয়। জেলা প্রশাসক শামীম আহমেদ সভায় সভাপতিত্ব করেন।
দিবসের প্রথম প্রহরে কানাইখালী স্টেডিয়ামে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে।
২১ ফেব্রুয়ারি বেলা সাড়ে তিনটায় কানাইখালী স্টেডিয়ামে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন করা হবে। প্রতিদিন মেলা প্রাঙ্গনে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। ভ্রাম্যমাণ ট্রাকে একুশের গান এবং পথ নাটক পরিবেশন করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত ও প্রার্থনা করা হবে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমিএবং সরকারী গণগ্রন্থাগার শিশুদের জন্যে রচনা, চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করবে।