বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৬

সংসদে ৭টি স্থায়ী কমিটি পুনর্গঠন

সংসদ ভবন, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : উপনির্বাচনে বিজয়ী হয়ে আসা নবনির্বাচিত সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করে ৭টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
সংসদে আজ চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
নবনির্বাচিতদের মধ্যে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটিতে ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় পার্টির সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ, অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটিতে বগুড়া-৪ আসনের জাসদের সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে বগুড়া-৬ আসনের সরকারি দলের সদস্য রাগেবুল আহসান রিপু, ভূমি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সরকারি দলের সদস্য মু. জিয়াউর রহমান, অর্থ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সরকারি দলের সদস্য মো. আব্দুল ওদুদ, কার্যউপদেষ্টা কমিটিতে স্বতন্ত্র সদস্য ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঞা এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য আবদুস সাত্তার ভূঞাকে অর্ন্তভুক্ত করা হয়েছে।