বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৭

গোপালগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১০ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : গোপালগঞ্জে গতরাত থেকে  ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায়  গোপালগঞ্জ জেলা বিসিক কার্যালয় শহরের পৌরপার্কে এ  মেলার আয়োজন করেছে।
বৃহস্পতিবার রাতে শহরের পৌর পার্কে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। উদ্বোধনীয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র শেখ রকিব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দন ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি ) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে  বিসিকের গোপালগঞ্জ জেলা কর্যালয়ের  সহকারী ব্যবস্থাপক গৌরব দাস প্রমুখ বক্তব্য রাখেন ।
পরে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমসহ অতিথিরা  মেলার স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন। পৌরপার্কে অনুষ্ঠিত এ মেলায় ৪০ টি স্টল বসেছে। এতে বস্ত্র , পাট, চারু কারু, মৃৎ ও হস্ত শিল্পে উৎপাদিত পণ্যের সমাহার ঘটেছে । এ মেলা চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ।
বিসিকের গোপালগঞ্জ জেলা কর্যালয়ের  সহকারী ব্যবস্থাপক গৌরব দাস বলেন, বস্ত্র , পাট, চারু কারু ,মৃৎ ও হস্ত শিল্পের প্রসারে এ মেলার আয়োজন করা হয়েছে।মেলায় দেশের বিভিন্ন প্রান্তে  উৎপাদিত পণ্যের পসরা বসেছে।এখান থেকে দর্শনার্থীরা তাদের পছন্দের পণ্য সুলভে কিনতে পারছেন।