শিরোনাম
নোয়াখালী, ১১ ফেব্রুয়ারি ২০২৩(বাসস): জেলার হাতিয়া উপজেলার বাংলাবাজারে আজ আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, ভোররাতে বাংলাবাজারের রহমানের মুদি ও চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ দোকান পুড়ে ছাই হয়ে যায়।
সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুন নবী জানান, খবর পেয়ে আমাদের ১টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে তাৎক্ষণিক রহওয়ানা দেয়। কিছুক্ষণ পর আমাদের জানানো হয় স্থানীয় লোকজন আগুন নির্বাপন করেছে। এজন্য আমরা আর ঘটনাস্থলে যাইনি।