শিরোনাম
নোয়াখালী, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): নোয়াখালীর কবিরহাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এসএম ফারুক হোসেন (৪৯) আর নেই।
আজ ভোর ৫ টার ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট বাংলাদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়- শনিবার বিকেল বাদ আসর ঘোষবাগ গ্রামে তার নিজ বাড়ির সামনে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। দৈনিক সোনালী বার্তার নোয়াখালী জেলা প্রতিনিধি ফারুক হোসেনের মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।