বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৩

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

বগুড়া, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): জেলার শেরপুর উপজেলায় শুক্রবার রাত সাড়ে ৯ টায় ব্রিজের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। 
নিহতরা হলেন- তানজিদ (২৪) ও রিফাত (২২)। মোটরসাইকেলে থাকা আরেক আরোহী মেজবাহ(২২) আহত হন। তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর থানার সাব-ইন্সপেক্টার হাসান আলী আজ জানান, গতরাত সাড়ে ৯টায় শেরপুর উপজেলার শাহ বন্দেগী চকপোতা এলাকার তিন বন্ধু ধুনট উপজেলায় এক বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে ফিরছিলেন। পথে শেরপুর-ধুনটর সড়কের শালপা ব্রিজে এসে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায় এবং ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে দ্ইুজন ঘটনাস্থলে মারা যান। আহত অপরজনকে তাৎক্ষণিক বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 
নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ব্যাপারে থানা কোন মামলা হয়নি।