বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৩

সিরাজগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

সিরাজগঞ্জ, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): জেলায় ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের মুক্তির সোপানে বিশাল শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি এড. কে.এম. হোসেন আলী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি, সদর আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য, নারীনেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সাবেক সংরক্ষিত আসনের সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এড. বিমল কুমার দাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশ শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াতের কোন ষড়যন্ত্র রুখতে পারবে না। তারা বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে পাড়া-মহল্লায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এছাড়াও জেলার তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর, চৌহালী, ও কাজিপুরসহ বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।