বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৮

পীরগঞ্জে ৩৩ কেজি গাঁজা, প্রাইভেটকারসহ গ্রেফতার ৩

রংপুর (পীরগঞ্জ), ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : জেলার পীরগঞ্জে ৩৩ কেজি গাঁজা, প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 
পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানান, আজ মঙ্গলবার গোপন সুত্রে সংবাদ পেয়ে বড় রামনাথপুর বড়ঘোলা নামক স্থানের জনৈক সুকচরণ চৌকিদারের বাড়ির সন্নিকট থেকে ঢাকা মেট্রো গ ১৪-২৯৯০ নম্বরের প্রাইভেটকার আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার ও জড়িত তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বড়দরগাহ ইউনিয়নের মকিমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে বাদল মিয়া (২২), কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার তালুক আরাড়– গ্রামের জামাল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা গ্রামের নয়া মিয়ার ছেলে আসাদুল ইসলাম (২৩)। 
ওসি জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তারা কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তি এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বগুড়া নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।