বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৭

ভোলার মনপুরায় সমবায় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ভোলা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : জেলার মনপুরা উপজেলায় আজ ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বেলা ১১ টায় উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে অফিসার্স ক্লাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা আক্তার। দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সমবায় অফিসার মো: নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার ও জেলা সমবায় অফিসার মো: হুমায়ুন কবির।
উপজেলা সমবায় অফিসার জানান, প্রশিক্ষণে সমবায় সদস্যদের সমবায় আদর্শ, আইন ও বিধিমালা সম্পর্কে অবহিত করা হচ্ছে। তাদের আত্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উদ্বুদ্ধ করা হয়। একইসাথে মাদক, যৌতুক, বাল্যবিয়েসহ বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কেও সচেতন করা হয়।