বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৭

রাঙ্গামাটিতে ৮১ হাজার ৭৭৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে

রাঙ্গামাটি, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩(বাসস) : জেলায়  আগামী ২০ ফেব্রুয়ারি থেকে সর্বমোট ৮১ হাজার ৭৭৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাসস্তবায়নাধীন এবং জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ বুধবার দুপুর ১২ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে  জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অনুষ্ঠিত  সাংবাদিক ওরিয়েন্টেশনে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা: বিপাশ খীসা।
জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি ডেপুটি সিভিল সার্জন ডাঃ শিবলী শফিউল্লাহ , ডা. মো.আবু ফয়সাল, প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমদ প্রমূখ।
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হবে এবং  এবার ৬-১১ মাস বয়সী ৯২৫১ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৭২৪২৫ জন শিশুকে লাল রঙের টিকা খাওয়ানোার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।