বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৯

ঝালকাঠিতে কৃষি ঋণ মেলা

ঝালকাঠি, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস): জেলায় আজ দিনব্যাপি কৃষি ঋণ মেলায় ৭০ জনকে ৬৬ লাখ ১৫ হাজার টাকা কৃষি ঋণ প্রদান করা হয়েছে। 
আজ বুধবার সকালে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম স্থানীয় শিল্পকলা একাডেমী চত্বরে ফিতা কেটে এ মেলা উদ্বোধন করেন।
এ সময় জেলার পুলিশ সুপার পুলিশ মোহাম্মদ আফরুজুল হক টুটুল, ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার ও বিভিন্ন ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
এরআগে, জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে সড়ক ঘুরে শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়। পরে, মেলা উদ্বোধন শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 
আয়োজকরা জানান, এ মেলায় বিভিন্ন ২০ টি ব্যাংক অংশ নিয়েছে এবং ৭০ জনকে ৬৬ লাখ ১৫ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ করেছে। 
মেলায় কৃষি ব্যাংক ৩২ জনকে ৩৫ লাখ টাকা, অগ্রণী ব্যাংক ৭জনকে দুইলাখ ৫০ হাজার টাকা, সোনালী ব্যাংক ৮জনকে তিনলাখ ৩৫ হাজার টাকা, আল আরাফাহ ব্যাংক তিনজনকে পাঁচলাখ টাকা, ইসলামী ব্যাংক একজনকে তিনলাখ ৫০ হাজার টাকা, রুপালী ব্যাংক দুইজনকে দুইলাখ টাকা, জনতা ব্যাংক তিনজনকে একলাখ ৫০ হাজার টাকা, উত্তরা ব্যাংক তিনজনকে একলাখ ৫০ হাজার টাকা, মার্কেন্টাইল ব্যাংক পাঁচজনকে আটলাখ টাকা, আইএফআইসি ব্যাংক তিনজনকে তিনলাখ টাকা, সোশ্যাল ইসলামি ব্যাংক একজনকে ৮০ হাজার টাকা প্রদান করেছে।