শিরোনাম
লক্ষ্মীপুর, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস) : জেলায় আজ ‘আর নয় বাল্য বিয়ে, এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে “বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও বিধিমালা ২০১৮” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রায় ২৫ জন সাংবাদিক কর্মশালায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার প্রতিষ্ঠাসহ বাল্যবিবাহ আইন ও বিধিমালা এবং বাস্তবতা বিষয়ে আলোচনা করেন।