বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৩

লক্ষ্মীপুরে ৭৬ জন উপকারভোগীর মধ্যে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ

লক্ষ্মীপুর, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : জেলা সদরে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ৭৬ জন উপকারভোগীদের মধ্যে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। 
আজ বৃহস্পতিবার দুপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এই আয়োজন করেন লক্ষ্মীপুর শহর সমাজ সেবা কার্যালয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী। 
শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরে আলোচনা সভা শেষে প্রধান অতিথি ৭৬ জন উপকারভোগীর হাতে বিভিন্ন হারে ৩৪ লাখ ৪০ হাজার টাকা ঋণের চেক তুলে দেন।