শিরোনাম
লক্ষ্মীপুর, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): জেলায় ইলিশ সম্পদ উন্নয়ণ ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় দুস্থ, অসহায়, দরিদ্র ও অস্বচ্ছল মৎস্যজীবীদের(ইলিশ জেলে) বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ (বকনা গরু) বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে যৌথভাবে এই আয়োজন করেন সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার জামান।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, সদর উপজেলা অসহায় ৬০ জন মৎস্যজীবীকে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে, এদের মধ্যে প্রথম পর্যায়ে ২০ জনকে (বকনা গরু) দেয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রাপ্ত সবাইকে দেয়া হবে বলে জানান তিনি।