শিরোনাম
কুমিল্লা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): বেসরকারি আইনগত সহায়তা সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ এর ধারা ৩ এবং বাল্য বিবাহ বিধিমালা-২০১৮ এর ৯ ধারা মোতাবেক জেলা উপজেলা পর্যায়ে সরকারি বেসরকারি সংস্থা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির মাধ্যমে জনসচেতনামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
কুমিল্লায় ব্লাস্টের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম এবং আইনগত সহায়তা প্রদানে নারী অধিকার, প্রতিবন্ধী অধিকার, শিশু অধিকার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার রক্ষাসহ মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য সেমিনার সভা সমাবেশ করা হচ্ছে।
জেলা ব্লাস্ট সমন্বয়ক এডভোকেট শামীমা আক্তার জাহান জাতীয় কর্মসূচির আলোকে বাল্যবিবাহ প্রতিরোধে জেলা উপজেলা প্রশাসনের সহায়তায় অসহায় নারী পুরুষ সকলকে আইনগত সহায়তা প্রদানের সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত রয়েছে। তিনি জানান- আগের চেয়ে বাল্যবিবাহ নিরোধে কিশোরীদের মধ্যে অনেক সচেতনতা বৃদ্ধি পেয়েছে।