শিরোনাম
টুঙ্গিপাড়া, (গোপালগঞ্জ) ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলীর নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার দুপুরে সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাফর আলী শিকদারের নেতৃত্বে তারা জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন তারা।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়।
এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সহ-সভাপতি কামরুজ্জামান, সত্যব্রত দাম চৌধুরী, গৌতম মজুমদার, আব্দুস সালাম, উজ্জ্বল বখত, মনিরুল কবির, আব্দুল আউয়াল, সৈয়দ আলিমুজ্জামান, শামসুদ্দিন তালুকদার, স্বপন কুমার সাহাসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।