বাসস
  ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৪

যশোরে ‘ছড়ায় ছড়ায় ছড়িয়ে দিলাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

যশোর, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): ছড়াকার রিমন খাঁনের 'ছড়ায় ছড়ায় ছড়িয়ে দিলাম' গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে আজ।
যশোর প্রেস ক্লাব মিলনায়তনে সকালে যশোর সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক হুসাইন শওকত।
অমর একুশে বইমেলা-২০২৩ এ ঢাকার সময়চিহ্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে গ্রন্থটির প্রচ্ছদ করেছন কামরুজ্জামান আজাদ।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) যশোর জেলা সংবাদদাতা সাজ্জাদ গনি খাঁন রিমন, রিমন খাঁন নামেই তিনি পরিচিত। পেশায় সাংবাদিক হলেও নেশায় একজন ছড়াকার তিনি। ছড়াকার রিমন খাঁন বর্তমানে দুরারোগ্য ক্যান্সারের সাথে যুদ্ধে লিপ্ত। 
মোড়ক উন্মেচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সাহিত্য পরিষদ ও সনাক যশোরের সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল। অনুষ্ঠানে অতিথি ছিলেন সংবাদপত্র পরিষদ যশোরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস ও জেলা পূজা উদযাপন পরিষদ যশোরের সভাপতি ও সাংস্কৃতিকজন দীপংকর দাস রতন।