বাসস
  ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০২
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৪

কেরানীগঞ্জের তালেপুর বিদ্যালয়ে নব নির্মিত ভবনের উদ্বোধন

ঢাকা (কেরানীগঞ্জ) ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): কেরানীগঞ্জের তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে আজ নব নির্মিত চারতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। 
বিদ্যালয়ের ৪৭ তম বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক খাদমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এড. কামরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে এড. কামরুল ইসলাম বলেন- যারা অগ্নি সন্ত্রাস করে সোনামনি বাবুদের পুডিয়ে হত্যা করে। তাদেরকে আর মানুষ ক্ষমতায় আনবে না। তাই আমাদের সবাইকে সজাগ থেকে মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রত্যাখান করতে হবে। 
তিনি বিদ্যালয়ের চারতলা ভবনের উদ্বোধন ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, সহকারী প্রকৌশলী হারুন উর রশীদ, মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব ও তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল জলিল প্রমুখ।