শিরোনাম
নাটোর, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় আসন্ন রমজান মাসে ইফতারসহ সকল খাদ্যে ক্ষতিকর ভোজ্য তেল ব্যবহার এবং রঙের মিশ্রন বন্ধে সচেতনতামূলক প্রচারণা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবে। নিারপদ খাদ্য আইন-২০১৩ সংক্রান্ত বিধি-বিধান ব্যবসায়ী পর্যায়ে অবহিত করার লক্ষ্যে প্রচারণা কার্যক্রম জোরদার করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়।
জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোহাম্মাদ আলী জিন্নাহ।