বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৪

ভোলার লালমোহনে দু’টি একাডেমিক ভবনের উদ্বোধন

ভোলা, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): জেলার লালমোহন উপজেলায় আজ ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে দু’টি একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। 
সোমবার দুপুরে গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের ভবন দু’টি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবন দু’টির নির্মাণ কাজ বাস্তবায়ন করে। 
এ সময় সংসদ সদস্য শাওন বলেন, শেখ হাসিনার সরকার যখনই ক্ষমতায় আসে তখনই সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন হয়। ২০০৮ সালে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গঠন করার পর থেকে সারাদেশে স্কুল, কলেজ ও মাদ্রাসার নিত্য নতুন ভবন নির্মিত হচ্ছে। সুন্দর মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পাঠ গ্রহণের সুযোগ পাচ্ছে। উন্নয়ন হচ্ছে শিক্ষারমান। 
পরে শিক্ষা প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন এমপি শাওন। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন এমপি শাওন।