বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৯

লালমনিরহাটে যুবলীগের বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদসভা

লালমনিরহাট, ২০ ফেব্রুয়ারি ২০২৩(বাসস): জেলায় আজ বিএনপি-জামায়াতের তথাকথিত পদযাত্রার নামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অরাজক ও অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে আওয়ামী যুবলীগের আয়োজনে  বিক্ষোভ- মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হছে।
আজ সোমবার বিকেল পাঁচটায় শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে যুবলীগের একটি বিক্ষোভ মিছিল শহরের মূল সড়ক প্রদক্ষিণ শেষে বিডিআর গেটে গিযে শেষ হয়। 
এরপর যুবলীগের নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহনে প্রতিবাদসভা অনু্ষ্িঠত হয়। 
বিক্ষোভ- মিছিল ও প্রতিবাদসভায় লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম বিটু, পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক লেলিন কাজী প্রমুখ উপস্থিত ছিলেন ।