শিরোনাম
হবিগঞ্জ, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): জেলায় একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণ পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
রাত ১২টা ১ মিনিটে সর্ব প্রথম শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। এরপর পুস্পস্তবক অর্পণ করেন হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান, জেলা প্রশাসক ইশরাক জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলী।
এর আগে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীর সঞ্চালনায় অতিথিবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মনিরুজ্জামান শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা শহরের দুই শতাধিক প্রতিষ্ঠান ও সংগঠন পুস্পস্তবক অর্পণ করে।
হবিগঞ্জ শহরের বৃন্দাবন সরকারি কলেজ শহীদ মিনারেও বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করে।