বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৮

রাঙ্গামাটি শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

রাঙ্গামাটি, ২১ ফেব্রুয়ারি, ২০২৩(বাসস): একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে একুশের কর্মসূচি শুরু হয়। 
রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এ সময় খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ ও বীর মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
পরে রাঙ্গামাটি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ দলের পক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। 
এর আগে মন্ত্রী জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এরপর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি প্রেস ক্লাবসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন শহীদ বেদীতে পুস্পস্তর্ক অর্পণ করেন। 
এছাড়াও শহীদ দিবস উপলক্ষে প্রভাতফেরি নিয়ে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর বেলায় পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানান রাঙ্গামাটির বিভিন্ন স্কুল, কলেজ, সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এ ছাড়াও সকাল থেকে  জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে শহীদ আব্দুল আলী মঞ্চে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও একুশের গান নিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে।