বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৯

মেহেরপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

মেহেরপুর, ২১ ফ্রেব্রুয়ারি, ২০২৩ (বাসস):  জেলায় মহান শহীদ দিবস ও  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। 
একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহীদ ড.  শামসুজ্জোহা নগর উদ্যানে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির পক্ষে এবং জেলাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ রাফিউল আলম, জেলা মুক্তিযোদ্ধাের পক্ষে আবুল কাশেম, জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম,  মেহেরপুর পৌরসভার পক্ষে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,  উপজেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, মেহেরপুর শহর আওয়ামী লীগ, মেহেরপুর জেলা আইনজীবী সমিতি, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি, মেহেরপুর পাবলিক লাইব্রেরি, সড়ক ও জনপদ বিভাগ, জেলা কারাগার, গণপূর্ত, এলজিইডি, স্বাস্থ্য বিভাগ, মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর সরকারি মহিলা কলেজ, রেড ক্রিসেন্ট সোসাইটি, মেহেরপুর সমবায় বিভাগ, মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, পল্লী বিদ্যুৎ সমিতি, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তর, ছাত্রলীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয়।