বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৫
আপডেট  : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১২

নাটোরে পথ বইমেলা শুরু

নাটোর, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : ‘লেখক পাঠক বই, একত্রিত হই’-এই প্রতিপাদ্য বিষয়ে দৈনিক প্রান্তজন-এর আয়োজনে জেলায় দিনব্যাপী পথ বইমেলা শুরু হয়েছে। 
আজ বেলা ১১টায় সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং শ্লেট ও চকের মাধ্যমে ক্ষুদে শিশুদের হাতেখড়ি দিয়ে মেলার সূচনা হয়।
পথ বইমেলায় কথা সাহিত্যিক জাকির তালুকদার সূচনা বক্তব্য দেন।  উদ্বোধনী সেশনে বক্তব্য দেন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান, জজকোর্টের পিপি এডভোকেট মো সিরাজুল ইসলাম, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ। 
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাবে। মুক্তচিন্তা, মেধাভিত্তিক দেশ গড়তে বই পড়ার কোন বিকল্প নেই। বইমেলা পাঠকের সাথে বইয়ের মেলবন্ধন তৈরী করে।
দৈনিক প্রান্তজন সম্পাদক মো. সাজেদুর রহমান সেলিমের পরিচালনায় দিনব্যাপী মেলায় পর্যায়ক্রমে বিভিন্ন পেশাজীবী ব্যক্তি এবং লেখকবৃন্দ বক্তব্য রাখবেন। এছাড়া আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।