বাসস
  ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৮

পীরগঞ্জে ভূমি অধিগ্রহণ : ১ কোটি ১২ লাখ টাকার চেক বিতরণ

রংপুর, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস):জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ কোটি ১২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। 
বুধবার উপজেলা অডিটরিয়ামে এসব চেক বিতরণ করেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। 
বিতরণ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রায়হান শাহ প্রমুখ ।
পীরগঞ্জের ক্ষতিগ্রস্থ ২০০ ব্যবসায়ীর প্রত্যেককে ৪৭ হাজার টাকা করে ১ কোটি ১২ লাখ ১২ হাজার টাকা বিতরণ করা হয়।