বাসস
  ২২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৪

সুশাসন প্রতিষ্ঠায় সুনামগঞ্জে বিশেষ সভা করেছে তথ্য অফিস

সুনামগঞ্জ, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে সুনামগঞ্জে অংশীজনের অংশগ্রহণে বিশেষ সভা করেছে জেলা তথ্য অফিস। 
বুধবার বিকেল সাড়ে ৪টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা তথ্য কর্মকর্তার কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।  
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রম এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের বিষয়ে অবহিতকরণ, সরকারি দপ্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ওই সভা অনুষ্ঠিত হয়। 
জেলা তথ্য অফিসের উপ-পরিচালক  মো. আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার (ডিআরও) মো. শফিকুল ইসলাম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল হেলাল প্রমুখ। 
সভায় বক্তারা, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ, সরকারের বিভিন্ন সাফল্য অর্জন, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ,  যৌতুক, মাদক, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য অধিকার আইন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোকপাত  করেন। 
এছাড়াও, গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়  রাখার জন্য  সবাইকে আহবান জানানো হয়।