শিরোনাম
নাটোর, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : জেলায় আজ ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
জেলা তথ্য অফিসের আয়োজনে সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশের সফল পথ পরিক্রমায় আমাদের সামনে প্রযুক্তি নির্ভর সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক বুদ্ধিদীপ্ত, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশের হাতছানী। নাগরিক, সমাজ, অর্থনীতি এবং সরকার-এ চারটি মূলভিত্তির উপরে সমষ্টিক কর্মপরিকল্পনাই হচ্ছে স্মার্ট বাংলাদেশ। এ পরিকল্পনার সাথে সংগতি রেখে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তবেই ২০৪১ সালের মধ্যে প্রতিষ্ঠা পাবে সমৃদ্ধ বাংলাদেশ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রোগ্রামার মোঃ সেলিম হোসেন সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী স্বাগত বক্তব্য রাখেন ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ারের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. ইয়াছিন আলী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এম শহিদুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।