বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৩

রাঙ্গামাটির দূর্গম পাহাড়ী এলাকায় বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ

রাঙ্গামাটি, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : জেলার কাপ্তাই উপজেলার দূর্গম পাহাড়ী দু’টি ইউনিয়নের সুবিধা বঞ্চিত উপকারভোগীদের মধ্যে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে বৃহস্পতিবার সকালে কাপ্তাইয়ে দু’টি ইউনিয়নের ১১৫টি সুবিধা বঞ্চিত পরিবারের মধ্যে এসব সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সোলার হোম সিস্টেম বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি।
এ সময় বক্তব্য রাখেন- রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন মো. হারুন-অর-রশিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি বলেন, পাহাড়ের দূর্গম এলাকায় বসবাসরত মানুষের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ দূর করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামকে আলোকিত করেছে।
পরে পার্বত্য মন্ত্রী কাপ্তাই উপজেলায় দু’টি ইউনিয়নের সুবিধাবঞ্চিত ১১৫টি পরিবারের মধ্যে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ করেন।