বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২০

শরীয়তপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ শুরু

শরীয়তপুর, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যে  আজ শরীয়তপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু হয়েছে। 
সকাল ১০টায় শরীয়তপুর সদর উপজেলা প্রাঙ্গনে সপ্তাহব্যাপী এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ।সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহা: মারুফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহম্মদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন প্রমুখ।
মেলায় প্রাণিসম্পদ সেবা নিশ্চিতে ২৮টি স্টলের মাধ্যমে বিভিন্ন খামরিসহ একক গাভী পালনকারীদের বিভিন্ন সেবা কোথায় কি ভাবে পাওয়া যাবে সে বিষয়ে ধারনা প্রদান করা হয়। প্রদর্শনী দিনব্যাপী হলেও সেবা কার্যক্রম চলবে সপ্তাহব্যাপী। প্রদর্শনীতে উপজেলার শতাধিক গবাদি পশু প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন অপু এমপি বলেন, বর্তমান সরকার প্রাণিসম্পদ ও কৃষির উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। একক, ক্ষুদ্র ও যৌথ খামারিদের জন্য সহজ শর্তে ঋণের মাধ্যম্যে সরকার প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে কাজ করছে। আমরা আশা করছি আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মাণে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।