শিরোনাম
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, ‘দুর্নীতিবাজ, খুনি, সন্ত্রাসী জিয়া পরিবারের কাছে দেশ ও গণতন্ত্র নিরাপদ নয়।’
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ আর বি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত, বিএনপির অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের রিরুদ্ধে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইঞ্জিনিয়ার সবুর বলেন, ‘জিয়াউর রহমানই প্রথম হ্যাঁ-না ভোট করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিলো। জিয়ার আমলে হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছিল। এদেশের লুন্ঠিত গণতন্ত্রকে জননেত্রী শেখ হাসিনা আন্দোলন সংগ্রাম করে তা পুনরায় প্রতিষ্ঠিত করেছেন। যারা মাগুরা মার্কা নির্বাচন করে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছিল তারাই আজ গণতান্ত্রিক নির্বাচনের কথা বলে, এটা হাস্যকর।’
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীনের সভাপতিতে শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, চান্দিনার সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পারুল আক্তার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন, সাধারণ সম্পাদক লিটন সরকার, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান রতন শিকদার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, তিতাস উপজেলার সাধারণ সম্পাদক মহসিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদার, চান্দিনা উপজেলার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ কুমিল্লা উত্তর জেলার আওয়ামী লীগও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।