শিরোনাম
শরীয়তপুর, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : জেলায় আজ ভিন্ন আঙ্গিকে ১০ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন।
শরীয়তপুর জেলা প্রশাসনের ভিন্ন চিন্তার ফসল মনন সাহিত্য চর্চা কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে আ¤্র কাননে আগামী ৭ মার্চ পর্যন্ত বই প্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা।
জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, বই মানুষকে সীমাবদ্ধতার অনেক ঊর্ধ্বে নিয়ে যেতে সক্ষম। ঐতিহাসিক ৭মার্চ পর্যন্ত এই মেলায় বইপ্রেমীদের জন্য থাকছে বই কেনা ও পড়ার স্বাধীন সুযোগ। আমাদের সংগ্রহে রয়েছে সদ্য প্রকাশিত বইসহ বিখ্যাত লেখকদের বইয়ের সমাহার।
ইকবাল হোসেন অপু বাসস’কে বলেন, জেলা প্রশাসনের ভিন্নমাত্রার এই বইমেলার আয়োজন বইপ্রেমীদের কেবল সাশ্রয়ী মূল্যে বই কেনা ও হাতরে নাগালে পছন্দের ও ভালোবাসার বই পড়ার সুযোগই করে দেয়নি, খুলে দিয়েছে জ্ঞানের দুয়ার।