শিরোনাম
নীলফামারী, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস): জেলায় আজ শোভাযাত্রা ও শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী যুবলীগ।
আজ রোববার বিকাল ৫ টায় জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
এসময় জেলা যুবলীগের সহসভাপতি সুধীর চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাফর সাদেক তুহিন, সাংগঠনিক সম্পাদক আবু সুফি সবুজ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।