বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২০

কুড়িগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধুর আগমন ও ভাষণের সুবর্ণজয়ন্তী

কুড়িগ্রাম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩(বাসস): জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগমন ও ভাষনদানের সুবর্ণজয়ন্তী পালন করা হয়েছে। 
১৯৭৩ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। 
জাতির পিতার বঙ্গবন্ধুর কুড়িগ্রামে আগমনের সুবর্ণজয়ন্তীর দিনটিকে স্মরণীয় করে রাখতে আজ রোববার কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কুড়িগ্রামে প্রদত্ত তার ঐতিহাসিক স্বকণ্ঠ ভাষণ শোনানো ও কলেজ শিক্ষার্থীদেরকে নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ‘উত্তরবঙ্গ যাদুঘর’।
দিবসটি উপলক্ষে রোববার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী। 
কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসিরউদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘উত্তরবঙ্গ যাদুঘর’-এর বোর্ড অব ট্রাস্টি’র চেয়ারম্যান এডভোকেট এস.এম আব্রাহাম লিংকন প্রমুখ।
পরে, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাষণের উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় কুড়িগ্রাম নতুন শহরে অবস্থিত উত্তরবঙ্গ যাদুঘরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।