বাসস
  ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৪

নওগাঁয় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

নওগাঁ, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : জেলায় আজ র‌্যালী ও আলোচনা সভার  মধ্য দিয়ে  জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথভাবে গৃহিত কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়।  র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন"  শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।  এসময় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন,  সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো: মাসুদুল হক, জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন এবং জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক ফায়সাল হাসান।