বাসস
  ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৯

পাবনায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা

পাবনা, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস) : জেলায় আজ ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’  শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।   আজ সোমবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য কার্যালয় আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন। 
অনুষ্ঠানে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সুবীর সাহা। 
প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলায় সিনিয়র তথ্য কর্মকর্তা মো. সামিউল আলম।  
এ মতবিনিময় সভায় পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সাকিব, আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারি পরিচালক মাজহারুল হক, জেলায় বিআরটিএ‘র সহকারি পরিচালক মো. আব্দুল হালিম, জেলায় পাউবো’র সহকারি পরিচালক মোশারফ হোসেন প্রমুখ। 
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর এবার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।সরকারের গৃহিত পরিকল্পনা দায়িত্বশীলতার সাথে বাস্তবায়ন করতে হবে।স্মার্ট বাংলাদেশ সর্ম্পকে জনসচেতনতা বাড়াতে হবে।