শিরোনাম
দিনাজপুর, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সপ্তাহব্যাপী আয়োজিত অমর একুশে বইমেলা শুরু হয়েছে।
দিনাজপুর হাবিপ্রবির গণসংযোগ বিভাগের পরিচালক অধ্যাপক শ্রীপ্রতি শিকদার জানান,সোমবার বিকেল সাড়ে ৩টায় হাবিপ্রবির টিএসসির নিচতলায় বইমেলার উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ প্রমুখ।
উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিরা বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।