শিরোনাম
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, গণমাধ্যম দেশের পরিবেশের নানা সমস্যা তুলে ধরে জনসচেতনতা তৈরি করে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, বায়ুদূষণ, শব্দদূষণ মুক্ত রাখতে গণমাধ্যম যেমন আরও জোরালো ভূমিকা রাখতে পারে তেমনি বেশি বেশি গাছ লাগাতে জনগণকে উদ্বুদ্ধও করতে পারে।
শাহাব উদ্দিন আজ সন্ধ্যায় রাজধানীর আইডিইবি মিলনায়তনে দৈনিক সকালের সময়ের ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবাদপত্রটির কর্তৃপক্ষ এবং সাংবাদিক-সহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শাহাব উদ্দিন বলেন, সকল দেশীয় গণমাধ্যমের উচিৎ বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে বাঙালির ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা।
গণমাধ্যম অসহায় মানুষের কথা তুলে ধরে তার জীবন আলোকিত করতে পারে বলে উল্লেখ করে তিনি বলেন, দেশকে মনে-প্রাণে ভালবাসতে হবে, সাংবাদিকের লেখনী দেশের উন্নয়ন, জাতির উন্নয়নের কথা লিখবে। দেশ যাতে আরও উন্নত স্মার্ট বাংলাদেশে পরিণত হতে পারে সে বিষয়ে লিখতে হবে।
দৈনিক সকালের সময় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. নুর হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু এবং আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান ।